রাঙামাটি পৌরসভার পাশাপাশি বেসরকারি সংগঠনকে পর্যায়ক্রমে বর্জ্য ব্যবস্থাপনায় কাজে লাগানোর পরিকল্পনা

Published: 02 Jan 2022   Sunday   

রাঙামাটি পৌরসভার পাশাপাশি পর্যায়ক্রমে বর্জ্য ব্যবস্থাপনায় ওয়ার্ড ভিত্তিক বেসরকারি সংগঠনকে কাজে লাগানোর পরিকল্পনার কথা ব্যক্ত করেছেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী।

 

রোববার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটি’র উদ্যোগে পৌরসভার মেয়রের কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

 

 তিনি আরো বলেন, শহরের বর্জ্য ব্যবস্থাপনায় ইতিমধ্যে কালিন্দিপুর এবং কল্যানপুরে পৌরসভার পাশাপাশি বেসরকারি সংগঠনের মাধ্যমে বর্জ্য অপসারনের প্রক্রিয়া শুরু হযেছে এবং পর্যায়ক্রমে এটা প্রসার করা হবে। তাছাড়া সভায় পৌরসভা রাস্তায় পরিস্কার-পরিচ্ছন্নতা, সড়ক বাতি স্থাপন, শহীদ মিনার প্রাঙ্গণে পাবলিক টয়লেট নির্মান, রাস্তায় গরু চড়ানো, রাস্তায় ফুটফাট দখল সংক্রান্ত, নারীদের জন্য আলাদা বাজেট বরাদ্দ, সিজিজেন চার্টার স্থাপন ইত্যাদির বিষয়ে কার্যকর ভূমিকা নেয়ার জন্য আলোচনা হয়।

 

 মেয়র বলেন, রাঙামাটি পৌরসভা সেবার মান উন্নয়নে কার্যক্রম পরিচালনা করছে। পৌরসভার বিদ্যমান সেবা সম্পর্কিত তথ্য জনসাধারণকে সচেতন করার মাধ্যমে পৌরসভায় জবাবদিহিতা সৃষ্টিতে ভূমিকা রাখছে। পৌরসভার সেবার মান উন্নয়নে বর্তমান পরিষদ দায়িত্বপালনে আন্তরিক রয়েছে এবং জবাবদিহিতার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। পৌরসভার সকল কার্যক্রমের জন্য পৌর নাগরিকদের নিকট জবাবদিহি করার মাধ্যমে নাগরিক বান্ধব পৌরসভা গঠনে তৎপর রয়েছে।

 

মতবিনিময় সভার সভাপতি নিরূপা দেওয়ান তার বক্তব্যে নাগরিক বান্ধব সেবা প্রতিষ্ঠান হিসেবে রাঙ্গামাটি পৌরসভা গঠনের প্রয়াসকে স্বাগত জানান। তিনি সকল দপ্তরের সাথে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম ত্বরান্বিত করার অনুরোধ করেন। সভায় প্যানেল মেয়র কালায়ন চাকমা, সনাক সদস্য অমলেন্দু হাওলাদার, রনজিত নাথ প্রমুখ বক্তব্য প্রদান করেন।

 

সভায় কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তাবৃন্দ, সনাক, স্বজন, টিআইবি’র কর্মীবৃন্দ এবং ইয়েস সদস্য উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন সনাকের সদস্য এবং স্থানীয় সরকার বিষয়ক উপ কমিটির আহবায়ক মুজিবুল হক বুলবুল।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত