রাঙামাটির প্রবেশ মুখে বিদেশী পর্যটক সহায়তা কেন্দ্রের উদ্বোধন

Published: 02 Jan 2022   Sunday   

রাঙামাটিতে প্রবেশ মুখে বিদেশী পর্যটক সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

 

রোববার প্রবেশ মুখ রাবার বাগান এলাকায় এ পর্যটক সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান।এ সময় রাঙামাটি জোন কমান্ডার লেঃ কর্ণেল বিএম আশিকুর রহমান, পিএসসি, জিটু আাই মেজর মোঃ নাজমুল হাসান, রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, রাঙামাটি জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, বেতবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অংক্যজ চৌধুরী প্রমুখ।

 

রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান বলেন পার্বত্যাঞ্চলের ঘুরতে আসা সকল  বিদেশী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীর ভুমিকা অপরিসীম।  বিদেশি পর্যটকরা রাঙামাটিতে প্রবেশ করার শুরু থেকে পর্যটক সহায়তা কেন্দ্রে ভুমিকা রাখবে।

উল্লেখ্য, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রায় ১ কোটি টাকা ব্যয়ে রাঙামাটির প্রবেশ মুখ রাবার বাগান চেক পোষ্ট এলাকায় এ পর্যটক সহায়তা কেন্দ্র নির্মাণ করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত