কাউখালীতে অস্ত্রসহ ইউপিডিএফের দুই কর্মীকে আটক

Published: 25 Jan 2022   Tuesday   

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের লুঙ্গীপাড়া এলাকা থেকে দেশীয় তৈরী অস্ত্রসহ দুই ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রণ্ট(ইউপিডএফ) কে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

 

মঙ্গলবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী এলজি, ৩ টি এলজি কার্তুজ, বড় ছুড়ি ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন, বেতবুনিয়া ইউনিয়নের পশ্চিম লুঙ্গীপাড়া গ্রামের মুত শুভ মারমা এর ছেলে থুইচালা মারমা (৩০) ও একই গ্রামের নিহা মারমা এর ছেলে তোসা মং মারমা (৩৫)।


আটকের বিষয়টি নিশ্চিত করে কাউখালী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল ইলাম জানান, একটি এলজি, তিনটি এলজি কার্তুজ, ছুড়ি ও চাঁদা আদায়ের বই সহ ২ জনকে সেনাবাহিনী গতকাল মঙ্গলবার সকালে পুলিশের কাছে হস্তান্তর করছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে। মামলার প্রক্রিয়া শেষ হলে তাদের আদালতে প্রেরণ করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত