রাঙামাটির তিন উপজেলার ১৭ ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের জয়জয়াকার

Published: 07 Feb 2022   Monday   

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে রাঙামাটির তিনটি উপজেলার ১৭টি ইউনিয়নে সোমবার নির্বাচন শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ফলাফলে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থীদের ভরাডুবি ঘটেছে। মাত্র ৪টি ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী জয়ী হয়েছেন। বাকী ১৩টি ইউনিয়নে স্বতন্ত্র ও আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থীদের জয়জয়াকার ঘটেছে।


রাঙামাটির তিন উপজেলার মধ্যে লংগদু উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে আওয়ামীলীগ প্রার্থী বেসকারীভাবে বিজয়ী হয়েছেন আটারকছড়া ইউনিয়নে অজয় মিত্র চাকমা ও গুলশাখালী ইউনিয়নে শফিকুল ইসলাম ও বগাচতর ইউনিয়নে মোঃ আবুল বাশার। আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বেসকারীভাবে বিজয়ী হয়েছেন ভাসন্যাদম ইউনিয়নের হযরত আলী, মাইনিমুখ ইউনিয়নে মোঃ কামাল হোসেন কমল, লংগদু ইউনিয়নে কুলিন মিত্র আদু এবং স্বতন্ত্র প্রার্থী বেসকারীভাবে বিজয়ী হয়েছেন কালাপাকুজ্যা ইউনিয়নের আব্দুল বারেক।

 

বাঘাইছড়ি ইউনিয়নের ৮টি ইউনিয়নের মধ্যে শুধু বাঘাইছড়ি ইউনিয়ন থেকে আওয়ামীলীগ প্রার্থী অলিভ চাকমা ও স্বতন্ত্র প্রার্থী রুপকারী ইউনিয়নের জ্যাসমিন চাকমা ওরফে ধনেশ্বর  বিনা প্রতিদ্বন্ধিতায় বেসকারীভাবে বিজয়ী নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বেসকারীভাবে বিজয়ী হয়েছেন সাজেক ইউনিয়নে অতুলাল চাকমা, সার্বোয়াতলী ইউনিয়নে ভূপতি রঞ্জন চাকমা, মারিশ্যা ইউনিয়নে আপন চাকমা, বঙ্গলতলী ইউনিয়নে জ্ঞান জ্যোতি চাকমা, খেদারমারা ইউনিয়নে বিল্টু চাকমা, এবং আমতলী ইউনিয়নের আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোঃ মুজিবুর রহমান।

 

জুরাছড়ি ইউনিয়নে ৪টি ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা থাকলেও মাত্র দুটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অন্য দুটি ইউনিয়ন দুমদুম্যা ও মৈদং ইউনিয়নে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচন হওয়া দুই ইউনিয়নের মধ্যে স্বতন্ত্র প্রার্থী বেসকারীভাবে বিজয়ী হয়েছেন জুরাছড়ি ইউনিয়নে ইমন চাকমা ও বনযোগীছড়া ইউনিয়নে সন্তোষ বিকাশ চাকমা।

 

উল্লেখ্য, ১৭ টি ইউনিয়নের মধ্যে বাঘাইছড়ি উপজেলার বাঘািইছড়ি ও রুপকারী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী  বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।  ফলে তিনটি উপজেলার ১৫টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে বাঘাইছড়ি উপজেলার ৬টি ইউনিয়নে ১৯ জন, লংগদু উপজেলায় ৭টি ইউনিয়নে ৩২ জন ও জুরাছড়ি উপজেলায় ২টি ইউনিয়নে ৮ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।  এছাড়া ১৭টি ইউনিয়নে সাধারন সদস্য পদে ৪১১ জন ও সংরক্ষিত নারী আসনে ১৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। তিন উপজেলার ১৭টি ইউনিয়নে ১৫৮টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১লাখ ২৮ হাজার ৩৬৮ জন। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত