লেকার্স স্কুল থেকে দুস্থ ও বিপর্যস্থ ৫০ পরিবারকে মানবিক সহায়তা প্রদান

Published: 16 Feb 2022   Wednesday   

রাঙামাটিতে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে মঙ্গলবার দুস্থ ও বিপর্যস্থ ৫০ টি পরিবারে মাঝে বিশেষ মানবিক সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

 

স্কুলের মাঠে স্বাস্থ্যবিধি মেনে বিতরণ  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর মো. আরিফ মাহমুদ। এসময় স্কুলের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ দুস্থ ও বিপর্যস্থ ৫০ টি পরিবারে মাঝে বিশেষ মানবিক সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। 

 

প্রতিষ্ঠানের মেজর মো. আরিফ মাহমুদ বলেন, ইতোমধ্যে করোনার প্রাদুর্ভাবে বিপর্যস্ত মানুষের পাশে থাকার উল্লেখযোগ্য পদক্ষেপগুলোর ভেতরে তিন পার্বত্য অঞ্চলসহ সারাদেশে বাংলাদেশ সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ অন্যতম। তারই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মত লেকার্স স্কুল সংলগ্ন পঞ্চাশটি পরিবারের হাতে আজকে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হলো। ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

--প্রেস বিজ্ঞপ্তি। 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত