কাপ্তাইয়ে বারঘোনা তৈয়্যবিয়া সুন্নিয়া মাদ্রাসার শিক্ষক সংকটের অবসান

Published: 16 Feb 2022   Wednesday   

কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নাধীন বারঘোনা কেপিএম তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় দীর্ঘদিনের শিক্ষক সংকট দূরীকরনে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। নব নিযুক্ত শিক্ষকদের বরণ উপলক্ষে বুধবার ( ১৬ ফেব্রুয়ারী) মাদ্রাসায় এক সভা অনুষ্ঠিত হয়।

 

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল। বারঘোনা তৈয়্যবিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রধান মোঃ জাফরুল আলম মিজামীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মোঃ নজরুল ইসলাম লাভলু, মোঃ রেজাউল করিম। এসময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক মোঃ জামাল উদ্দিন, আসলাম হোসেন, মোরশেদুল হক, আবদুস ছাত্তার, বেলাল হোসেন, মোঃ আবু তৈয়ুব প্রমুখ।

 

প্রসঙ্গত,দীর্ঘদিন ধরে মাদ্রাসায় শিক্ষক সংকট ছিল। এতে শিক্ষার্থীদের পাঠদানে বিঘ্নের সুষ্টি হচ্ছিল। সম্প্রতি এনটিআরসি কর্তৃক সুপারিশকৃত ৭ জন শিক্ষককে প্রতিষ্ঠান নিয়োগ দেয়। উক্ত শিক্ষকদের বরণ উপলক্ষে এই অনুষ্ঠান অমুষ্ঠিত হয়। নতুন নিয়োগকৃত শিক্ষকরা হলেন, মোঃ নজরুল ইসলাম, মনিরুল ইসলাম, নাজমুন নাহার, মনির হোসেন, শামসুল আলম, জাহাঙ্গীর আলম, সায়ফুল্লাহ। এসব শিক্ষক নিয়োগ হওয়ায় প্রতিষ্ঠানের শিক্ষক সংকটের অবসান হলো।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত