রাঙামাটিতে যথাযোগ্য মর্যদায় শহীদ দিবস পালিত

Published: 21 Feb 2022   Monday   

সোমবার রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।


একুশের প্রথম প্রহরে ১২টা ১মিনিটে রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারের বেঁধে দেয়া নিয়মে স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে পুস্পস্তবক অর্পন করেন প্রধানমন্ত্রীর পক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

 

সকালে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসন,রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীসহ বিভিন্ন সরকারী দপ্তর প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

 

এছাড়া রাঙামাটিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন স্কুল কলেজের প থেকে প্রভাত ফেরীর মাধ্যমে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত