রোয়াংছড়িতে জেএসএসের এক কর্মীকে গুলি,আহত অবস্থায় তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

Published: 05 Mar 2022   Saturday   

শনিবার বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বুখ্যংপাড়া এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) মূল দলের এক কর্মীকে অস্ত্রধারীরা গুলি করেছে। তার নাম উনুমং মারমা (৪৭)। তবে তিনি গুলিবিদ্ধ হওয়ার পর দুর্বৃত্তরা তাকে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। তিনি জীবিত রয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।


স্থানীয়  সূত্রে জানা গেছে, জেএসএস কর্মী উনুমং মারমা বুখ্যংপাড়া এলাকায় শনিবার সকালের দিকে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এসময় ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল সেখানে গিয়ে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে উনুমং মারমা মাটিতে পড়ে যান। সেখান থেকে অস্ত্রধারীরা তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় তুলে নিয়ে যায়। অস্ত্রধারীরা  কোন দলের  তা জানা যায়নি। তবে অস্ত্রধারীরা পরনে ইউনিফর্ম ছিল  এবং মারমা ভাষায়  কথা বলেছেন।


বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অশোক কুমার পাল বলেন, একজনকে গুলি করার খবর পেয়ে পুলিশ  ঘটনাস্থলে গেছে। তবে কোন লাশের সন্ধান পায়নি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.


 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত