আর্ন্তজাতিক নারী দিবসে রাঙামাটি জেলা প্রশাসনের র‌্যালী ও আলোচনা

Published: 08 Mar 2022   Tuesday   

আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে এদিকে, রাঙামাটি জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


জেলা প্রশাসন সন্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ মিজানুর রহমান। বক্তব্যে রাখেন জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসনে, সাবেক মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম প্রমুখ। এর আগে একটি র‌্যালী জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদণি করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।


সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো: মিজানুর রহমান বলেন ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে নারী পুরুষের সমতা নিশ্চিত করতে হবে। বর্তমান বাংলাদেশ প্রতিষ্ঠার পিছনে যে সকল নারী সম্ভ্রম হারিয়েছেন, যুদ্ধ করেছেন এবং সর্বোপরি বিভিন্ন বাধা বিপত্তি অতিক্রম করে নারী পুরুষ সমানাধিকার প্রতিষ্ঠায় কাজ করছেন তাদের অবদান অনস্বীকার্য।  
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত