মহান স্বাধীনতা দিবসে লেকার্সের নানান কর্মসূচির আয়োজন

Published: 26 Mar 2022   Saturday   

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে  শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধ ভিত্তিক কুইজ ও রচনা লিখন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার  বিতরণী এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে  জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া  রাঙামাটির কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।

 

এছাড়া দিবসটি উপলক্ষে শিক্ষক মিলনায়তনে মুক্তিযুদ্ধ ভিত্তিক কুইজ ও রচনা লিখন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার  বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মেজর মো.আরিফ মাহমুদ। এসময় কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা  উপস্থিত ছিলেন। আলোচনা শেষে স্বাধীনতা যুদ্ধে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

আলোচনা সভায় ক স্বাধীনতা যুদ্ধের প্রক্ষাপট, বঙ্গবন্ধুর সংক্ষিপ্ত জীবনী ও আদর্শ রাষ্ট্র গড়তে শিক্ষকদের ভূমিকা ও করণীয়  নানামূখী দিক নিয়ে আলোচনা করা হয়।

--প্রেস বিজ্ঞপ্তি।

 

 

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত