নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাঙামাটিতে কমিউনিস্ট পার্টির লিফলেট বি

Published: 26 Mar 2022   Saturday   

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও ২৮ মার্চ সারাদেশে অর্ধদিবস হরতাল পালনে রাঙামাটিতে গণসংযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
 
 
শনিবার সন্ধ্যায় জেলা শহরের কাঠালতলী থেকে বনরূপা কাঁচাবাজারসহ বনরূপা এলাকায় বাজার ব্যবস্থার নিয়ন্ত্রণের দাবিতে লিফলেট বিতরণ করেন সিপিবি রাঙামাটি জেলার নেতারা। লিফলেটে গরীব মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করা, ন্যায্যমূল্যের দোকান চালু করা, নিয়মিত বাজার তদারকি করা, টিসিবির কার্যক্রম জোরদার করাসহ আরও বেশ কয়েকটি দাবি উল্লেখ করা হয়েছে।
 
 
কর্মসূচিতে জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সমীর কান্তি দে, সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া শংকর, সহকারী সাধারণ সম্পাদক জিসান বখতেয়ার, সম্পাদকমণ্ডলীর সদস্য আশীষ দাশগুপ্ত প্রমুখ উপস্থিত। এসময় সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করে জেলা ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ।
 

সিপিবির ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে জনসাধারণকে এগিয়ে আসার আহবান জানিয়ে জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া শংকর বলেন, দেশে লাগামহীনভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি করা হচ্ছে। বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ না করে সরকারের আমলা-মন্ত্রীরা হাস্যকর মন্তব্য করে যাচ্ছেন। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার না হওয়ায় জনগণের দাবিকে তারা উপেক্ষা করে চলছে। তিনি অধিকার প্রতিষ্ঠায় জনগণকে রাজপথে সামিল হওয়ার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত