রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

Published: 29 Mar 2022   Tuesday   

মঙ্গলবার রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।


রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষে (এনেক্স ভবন) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রæ চৌধুরী। জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহা: আশরাফুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য নুরুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো: মামুন, জুড়াছড়ি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, কাপ্তাই উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, রাঙামাটি পৌরসভা কাউন্সিলর জুবাইতুন নাহার, সিভিল সার্জন প্রতিনিধি ডা: বিনোদ শেখর চাকমা,  অতিরিক্ত পুলিশ সুপার মোঃ অহিদুর রহমান, টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: হাসান ইকবাল চৌধুরী, রাঙামাটি সরকারি কলেজের সহকারী অধ্যাপক শান্তনু চাকমা, রাঙামাটি সরকারি মহিলা কলেজের প্রভাষক সুন্দ্রসেন চাকমা, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজী শফিকুল ইসলাম, কৃষি প্রকৌশলী দেবাশীষ চাকমা, নির্বাহী প্রকৌশলী এলজিইডি মো: শফি, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক প্রতিনিধি শান্তি বিজয় চাকমা, সহকারী লাইব্রেরিয়ান গণগ্রন্থাগার সুনিলময় চাকমা, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ এর বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো; খোরশেদ আলম, তিন পার্বত্য জেলা বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মো: সাইফুর রহমান, বিতরণ বিভাগ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী মোঃ জালাল উদ্দীন, সোনালী ব্যাংক লিঃ এ জি এম সত্য প্রসাদ দেওয়ান, উপপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রক মিজানুর রহমান শরীফ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমা, টিবিআই সুপারিন্টে›েন্ডন্ট মো: সাইফুল ইসলাম, তুলা উন্নয়ন কর্মকর্তা মো জাহিদ হাসান, বিটিসিএল উপমহাব্যবস্থাপক তৌহিদ উল্লাহ, জনশক্তি জরিপ কর্মকর্তা সুই হা মং মারমা, বাংলাদেশ বেতার উপকেন্দ্র প্রধান মো: শরীফুল ইসলাম, সহকারী বন সংরক ছালেহ মোহাম্মদ, জেলা সঞ্চয় সহকারী পরিচালক মুহাম্মদ জালাল উদ্দিন, ডাক বিভাগ সহকারী পরিচালক মোঃ মহিউদ্দিন, বি এফ আর আই বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ খালেদ রহমান নিয়ন, মহাব্যবস্থাপক বিসিক মো ইসমাইল হোসেন, পর্যটন হলিডে কমপ্লেক্স নির্বাহী কর্মকর্তা মো: সোয়েব, বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয় সহকারী পরিচালক কাজী মোদ্দাছেরুল হক,  পরিবার পরিকল্পনা ফ্যাসিলিটেটর মাহমুদুল হাসান, পিটি আই ইন্সট্রাক্টর আহসান উল্লাহ, ফায়ার সার্ভিস সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম,  যুব উন্নয়ন উপপরিচালক মোঃ শাহজাহান, জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী অনুপম দে,  পোষ্টমাষ্টার মানিক চন্দ্র সিংহ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রতিনিধি শিবনাথ কুমার সাহা, বিএডিসি মনিটরিং অফিসার নাঈম আহমেদ রিয়াদ, জেলা সমবায় পরিদর্শক তাপস দেওয়ান, সড়ক বিভাগ উপ বিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান, সহকারী প্রকৌশলী তিন পার্বত্য জেলায় বিদ্যুৎ বিতরন অনুতোষ চাকমা, গণপূর্ত বিভাগ উপবিভাগীয় প্রকৌশলী জয় বড়–য়া, রাঙ্গামাটি প্রেস কাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, এসআইডি-ইউএনডিপির ঐশ^র্য চাকমা এবং ব্রাক জেলা সমন্বয়কারী মোঃ হাবিবুর রহমান ।


সভাপতির বক্তব্যে  জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রæ চৌধুরী বলেন, জেলা প্রশাসনের নির্দেশে ২০১৯ সাল থেকে বাজার ফান্ড এর জায়গার রেজিষ্ট্রেশন এবং বন্ধক প্রক্রিয়া বন্ধ থাকায় সুবিধাভোগীরা সরকারি ব্যাংক থেকে লোন সুবিধা নিতে পারছেনা। এতে জনগণ অর্থনৈতিকভাবে চরম ভোগান্তিতে পড়েছে। তিনি জনগণের ভোগান্তি লাঘব এবং জনস্বার্থ বিবেচনায় ২০১৯ সালের আগে যে নিয়ম এবং পদ্ধতিতে বাজারফান্ড এলাকার ভূমি রেজিষ্ট্রেশন এবং বন্ধকী কার্যক্রম চলতো সে নিয়ম অনুসরণ করে ভূমি রেজিষ্ট্রেশন এবং বন্ধকী কার্যক্রম পরিচালনা করার জন্য তিনি জেলা প্রশাসকের প্রতিনিধিকে অনুরোধ জানান।

 

তিনি আরো বলেন, সরকার একটি অভিন্ন নীতিমালার অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদানের জন্য শিক্ষক নিয়োগ করে থাকে। সামগ্রিক বিচারে পার্বত্য অঞ্চলের প্রেক্ষাপট ভিন্ন হওয়ায় এ এলাকার জন্য নীতিমালাটি শিথিল করা প্রয়োজন বলে তিনি মনে করেন। তিনি এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নিবন্ধিত শিক্ষকদের অন্যত্র বদলীর ছাড়পত্র প্রদান না করার জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত