বিলাইছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত।

Published: 06 Apr 2022   Wednesday   

 

 

 

 "সবাই মিলে খেলা করি, মাদক মুক্ত দেশ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার  বিলাইছড়িতে আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন করা হয়েছে। 
 
 দিবসটি উপলক্ষে উপজেলা ক্রীড়া সংস্থা`র আয়োজনে  উপজেলা সম্মেলন কক্ষে এক  আলোচনা অনুষ্ঠিত সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। উপজেলা  ক্রীড়া সংস্থার সভাপতি  ও  উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা স্বাস্থ্য বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা.অভিক কুমার বড়ুয়া এবং বিলাইছড়ি থানার পরিদর্শক (তদন্ত) রউফ খান প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদর্শন বড়ুয়া হবে। এর আগে সকালে দিবসটিকে ঘিরে এক র‍্যালী অনুষ্ঠিত হয়। 
 
বক্তারা মাদক পরিহার করে খেলা- ধূলায় মনোযোগী হয়ে যুব সমাজকে কাজে লাগিয়ে একটি উন্নত সমৃদ্ধশালী দেশ  গড়ার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত