এক শিশুর মৃত্যু,আক্রান্ত শতাধিক,কাজ করছে মেডিকেল টিম

Published: 28 May 2022   Saturday   

রাঙামাটির জুরাছড়ি উপজেলার মৈদং ইউনিয়নের দুর্গম পাহাড়ি গ্রামের পাড়ায় পাড়ায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। মৈদংয়ের আমতলা গ্রামে রাঙাবি চাকমা নামে ৮ বছরের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া এই গ্রামে ৬০/৭০ জন
বৃদ্ধ, শিশু ও নারী ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে বলে দাবী পাড়াবাসীর।


আক্রান্তদের সেবা দিতে দুর্গম এলাকায় কাজ করছে জুরাছড়ি স্বাস্থ্য বিভাগের ৫ সদস্যের একটি মেডিকেল টিম।  জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর একটি মেডিকেল টিম শুক্রবার সন্ধ্যায় ৭০ জনকে চিকিৎসা সেবা দিয়েছে। তাদের মধ্যে থেকে ১০ জনকে হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়া হয়েছে।


মৈদংয়ের আমতলা বাদল হাটছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মঙ্গল চাকমা বলেন, গেল কয়েক দিন দফায় দফায় বৃষ্টি হওয়ার পর এই
ডাইরিয়া দেখা দিয়েছে।


গ্রামের স্থানীয় কার্বারী ও ওয়ার্ড সদস্য রোহিনী কুমার চাকমা বলেন, পাড়ায় প্রতিটি ঘরে এক বা একাধিক ডায়রিয়াই আক্রান্ত রয়েছে। শুধু ডায়েরি নয়, এর পাশাপাশি জ্বরের প্রকোপও বাড়ছে।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনন্যা চাকমা জানান, মৈদং ইউনিয়নসহ কিছু কিছু পাড়ায় ডায়রিয়া আক্রান্ত খবর পেয়েছি। শুক্রবার থেকে একটি মেডিকেল টিম আক্রান্ত এলাকায় কাজ করছে। ইতিমধ্যে তারা চিকিৎসা সেবা শুরু করেছে। প্রয়োজনে আরো মেডিকেল টিম পাঠানো হবে বলে তিনি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত