রাঙামাটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে আঁরা চাঁটগাইয়া সাহিত্য উৎসব

Published: 04 Jun 2022   Saturday   

চট্টগ্রামের ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করতে শনিবার রাঙামাটিতে প্রথমবারের মতো আঁরা চাঁটগাইয়া সাহিত্য উৎসবের আয়োজন করা হয়েছে।


রাঙামাটি ক্ষদ্রি নৃ-গোষ্ঠী ইনষ্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক  ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা। আঁরা চাঁটগাইয়া সাহিত্য উৎসবের আহ্বায়ক ও প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমীর পুরুস্কারপ্রাপ্ত ও প্রথম আলোর যুগ্ন সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, কবি ও দৈনিক প্রথম আলোর বার্তা সম্পাদক ওমর কায়সার, দৈনিক সুপ্রভাতের যুগ্ন সম্পাদক কামরুল হাসান বাদল, লেখক ও প্রকাশক জামাল উদ্দীন, লেখক জানে ই আলম, বাংলা একাডেমীর পুরুস্কার প্রাপ্ত প্রভাংশু ত্রিপুরা ও জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা লাল ত্রিপুরা প্রমুখ। স্বাগত বক্তব্যে রাখেন আঁরা চাঁটগাইয়া সাহিত্য উৎসবের উদ্যেক্তা ও কবি মনির আহমদ।


অনুষ্ঠানে ক্রীড়া ক্ষেত্রে জাতীয় পুরুস্কার প্রাপ্ত সাবেক জাতীয় ফুটবলার বরুন বিকাশ দেওয়ানকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে চট্টগ্রামের সংগীত নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


আলোচনা সভায় বক্তারা চট্টগ্রামের ঐতিহ্যবাহী আঞ্চলিক ভাষাকে ঠিকিয়ে রাখতে গবেষনাসহ সবাইকে সাতিহ্য, সংস্কৃতি চর্চায় এগিয়ে আসতে হবে।  চট্টগ্রামের ভাষায় বর্ণমালা তৈরী করার পাশাপাশি ঐতিহ্যবাহী চট্টগ্রাম ভাষাকে পৃথিবীর বুকে ছড়িয়ে দিতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত