সাংবাদিক ফজলে এলাহিকে গ্রেপ্তারের প্রতিবােদে খাগড়াছড়িতে মানববন্ধন

Published: 08 Jun 2022   Wednesday   

রাঙামাটির সাংবাদিক দৈনিক পার্বত্য চট্টগ্রাম  সম্পাদক ও কালের কণ্ঠের প্রতিনিধি ফজলে এলাহিকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারের প্রতিবাদের বুধবার খাগড়াছড়িতে মানববন্ধন করা হয়েছে।
 
খাগড়াছড়ির সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোর এর প্রতিনিধি নুরুচ্ছাফা মানিক এর সঞ্চালনায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী সভাপতিত্বে ঘন্টা ব্যাপী  মানববন্ধনে বক্তব্য রাখেন, পানছড়ি প্রেস ক্লাবের সাবেক সভপতি নুতন ধন চাকমা, দীঘিনালা প্রেস ক্লাবের সদস্য উজ্জল চৌধুরী, ইন্ডিপেনডেন্ট টিভির প্রতিনিধি সমির মল্লিক, যমুনা টিভির প্রতিনিধি শাহরিয়ার ইউনুছ, টিভি জার্নালিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া।
 
মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল করেন সাংবাদিকরা। মিছিলটি সাংবাদিক ইউনিয়নে কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শাপলা চত্তর ঘুরে একি জায়গা এসে শেষ হয়।
 
মানববন্ধন থেকে অবিলম্বে ফজলে এলাহিকে  নিঃশর্ত মুক্তি দাবী  ও ডিজিটাল নিরাপত্তা আইনকে কালো আইন দাবী তা বাতিলের দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত