কাপ্তাইয়ের যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই ব্যক্তি আটক

Published: 11 Jun 2022   Saturday   

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়ায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে।শুক্রবার রাত রাতে তাদের আটক করা হয়েছে।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রঘোনা থানার ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে যৌথবাহিনীর সহায়তায় গত শুক্রবার রাতে বাঙ্গালহালিয়াস্থ ৭নং ওয়ার্ডের কাকঁড়াছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে খোকা মোহন তনচংগ্যা (৪০) ও সুমন চাকমা (৩৫) । এসময় তাদের কাছ থেকে  একটি দেশীয় তৈরী কাঠের বাটের ১৫.৫ ইঞ্চি এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আটককৃত খোকা মোহন তনচংগ্যা বান্দরবান জেলার সদর ইউনিয়নের রাজভিলা গ্রামের মৃত বিরো কুমার তনচংগ্যার ছেলে। অপর আটক সুমন চাকমা বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটস্থ ভাইবোনছড়া গ্রামের মৃত ছুরা মেরিয়া চাকমার ছেলে ।


চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান,  আটক দুজন আটক দুই জন আটক ২ জন জেএসএস-এর মূল দলের  দলের চাঁদা  কালেক্টর। তাদের বিরুদ্ধে গতকাল শনিবার চন্দ্রঘোনা থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত