রাঙামাটিতে সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মূল্য সংযোজন বিষয়ক প্রশিক্ষণ

Published: 20 Jun 2022   Monday   

সোমবার রাঙামাটিতে তিন দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মূল্য সংযোজন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।


পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রোগ্রেসিভ এর সভা কক্ষে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী। এএফএসপির জেলা কর্মকর্তা তুহিন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ঝর্না খীসা, পরিষদ সদস্য সবির কুমার চাকমা, এসআইডি-ইউএনডিপির জেলা ম্যানেজার ঐশ^র্য্য চাকমা এবং প্রশিক্ষক ফ্যাশন ডিজাইনার পার্থসেন গুপ্ত। এএফএসপির মাস্টার ট্রেইনার শ্যামল কান্তি ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা। তিন দিনব্যাপী প্রশিক্ষণে রাঙামাটির ১০উপজেলা থেকে ২৫ জন সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত নারী অংশ নিয়েছেন।


উদ্বোধনী বক্তব্যে পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নারী বান্ধব সরকার এবং তিনি নারীদের দক্ষতা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। পরিষদ প্রত্যাশা করে নারীরা স্বাবলম্বী হলে পার্বত্য চট্টগ্রাম আরও সুন্দর এবং সমৃদ্ধ হবে। আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য এই ধরনের প্রশিক্ষণের বিকল্প নেই।

তিনি আরো বলেন, পার্বত্য শান্তি চুক্তির ফলে স্থানীয় প্রতিষ্ঠানগুলি শক্তিশালী হয়েছে। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের মতো প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মতো প্রতিষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে পরিচালনার সুযোগ সৃষ্টি হয়েছে। পার্বত্য শান্তিচুক্তির ফলে পরিষদগুলি শক্তিশালী হওয়ায় ইউএনডিপির মতো সংস্থাগুলো পরিষদের সাথে সমন্বয় করে কাজ করার সুযোগ পাচ্ছে। ভালোভাবে প্রশিক্ষণ গ্রহণ এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টির মাধ্যমে পণ্যের গুণগত মান নিশ্চিত করার পদ্ধতি এ প্রশিক্ষণ থেকে আয়ত্ত¡ করতে পারলে পরিষদের চেষ্টা সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত