টানা বর্ষণে চন্দ্রঘোনা ফেরিঘাটে পাটাতন ডুবে গিয়ে দূর্ভোগ চরমে

Published: 20 Jun 2022   Monday   

টানা বর্ষণে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ফেরিঘাটের পাটাতন ডুবে গেছে। এতে রাঙামাটির কাপ্তাই-বান্দরবান-রাজস্থলী-চট্টগ্রামের যাতায়াত করা যাত্রীদের চমর দুর্ভোগে পোহাতে হচ্ছে।

 

জানা গেছে, কয়েক দিনের অবিরাম বর্ষণে কনফূলী নদীর পানির বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ফেরিঘাটের পাটাতন গত রোববার রাত প্রায় ৭ টার দিকে ডুবে যায়। এতে ফেরীঘাটের দুই অংশে পাটাতন ডুবে যাওয়ায় সিএনজিসহ অন্যান্য যানবহন পার হতে গিয়ে পাটাতনে আটকে গেছে। প্রতিটি সিএনজি ৫০ থেকে ১০০ টাকায় পার করে দিচ্ছে ফেরিঘাট এলাকার কিছু শ্রমিক। ফলে রাঙামাটি-বান্দরবান-রাজস্থলী-চট্টগ্রামের যাতায়াত করা যাত্রীদের চমর দুর্ভোগে পড়তে হচ্ছে।


কাপ্তাই প্রেস কাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, গণমাধ্যমকর্মী অর্নব মল্লিক ও সংস্কৃতিকর্মী অনুপম দেব জানান, বাঙ্গালহালিয়া থেকে ফেরিঘাটের পার হওয়ার সময় পাটাতন পানিতে ডুবে যাওয়ায় সিএনজিতে আটকে গেছি। স্থানীয় দিন মজুরদের সহায়তায় বাড়তি টাকা দিয়ে কোনমতে কুলে উঠাতে সম হয়েছে। এজন্য প্রচুর সময় লেগে যাচ্ছে।


চন্দ্রঘোনা ফেরিরঘাটের তত্তাবধায়ক মোঃ শাহজাহান জানান, অতি বর্ষণের ফলে কর্ণফুলী নদীতে পানি বেড়ে যাওয়ায় ফেরিঘাটের উভয় পাড়ে পাটাতনে পানি উঠে গেছে। ফলে ভারী যানবাহন তীরে উঠতে পারলেও হালকা যানবাহন সিএনজি ও মোটর সাইকেল তীরে উঠতে বেশ কষ্টকর। তিনি আরো জানান, যদি এভাবে বৃষ্টি অব্যাহত থাকে তাহলে পাটাতনে অতিরিক্ত পানি উঠলে ফেরি চলাচল যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত