দীঘিনালায় ইউপিডিএফ সদস্যকে হত্যার প্রতিবাদ

Published: 12 Jul 2022   Tuesday   

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলাধীন বাবুছড়ায় এলাকায় জীবন ত্রিপুরা(২২) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর এক সদস্যকে হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। 

মঙ্গলবার  ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে অবিলম্বে খুনের রাজনীতি বন্ধের জন্য সন্তু লারমার প্রতি আহ্বান জানিয়ে বলা হয় গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে ইউপিডিএফের দীঘিনালা ইউনিটের সংগঠক জীবন ত্রিপুরা সাংগঠনিক কাজে বাবুছড়া যাচ্ছিলেন। এ সময় ধনপাদা নামক এলাকায় ওঁৎ পেতে থাকা এক দল সশস্ত্র তাকে লক্ষ্য করে গুলি চালালে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। নিহত জীবন ত্রিপুরার বাড়ি রাজস্থলীর বটতলি গ্রামে এবং তিনি দীঘিনালায় একজন সাধারণ সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।’

বিবৃতিতে অবিলম্বে ভ্রাতৃ-হত্যার রাজনীতি বন্ধ করে ২০১৮ সালে দুই পার্টির মধ্যে প্রতিষ্ঠিত সমঝোতার শর্ত মেনে চলার জন্য সন্ত লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির প্রতি আহ্বান জানানো হয়েছে। তবে এ ব্যাপারে জনসংহতি সিমিতির সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

--প্রেস বিজ্ঞপ্তি

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত