রাঙামাটিতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

Published: 16 Jul 2022   Saturday   

নড়াইলে হামলার বিচার এবং সংখ্যালঘু সুরক্ষা আইন ও বৈষম্য বিলোপ আইন প্রনয়নসহ বিভিন্ন দাবিতে শনিবার রাঙামাটিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদ।

 

শহরের নিউ মাকের্ট প্রাঙ্গনে সমাবেশে সভাপতিত্ব করেন হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি দীপন ঘোষ। সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, জেলা সাধারণ সম্পাদক পলাশ কুসুম চাকমা, জেলা সনাতন যুব পরিষদের সভাপতি অজিত শীল, প্রচার সম্পাদক নব চাকমা প্রমুখ।  এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের হ্যাপির মোড় ঘুরে নিউ মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, সংখ্যালঘুদের নিরাপত্তায় যথাযথ আইন প্রনয়ন না করার কারণে দেশে দিন দিন সংখ্যালঘু নির্যাতন বৃদ্ধি পাচ্ছে। তাই দ্রুত সময়ে বর্তমান সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সংখ্যালঘু সরক্ষা আইন প্রনয়নের দাবি করেন তারা। একইসঙ্গে বক্তারা নড়াইলে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদ জানায় এবং পূর্বের সংঘটিত বিভিন্ন হামলার বিচার দাবি করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : [email protected]
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত