রাঙামাটিতে হযরত তৈয়ব শাহ(রহঃ)-এর ৩০তম বার্ষিক ওরশ শরীফ

Published: 24 Jul 2022   Sunday   

হযরত আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রাহঃ)-এর ৩০তম ওরশ শরীফ সম্পন্ন হয়েছে। শনিবার রাতে রাঙামাটি শহরের পোড়া পাহাড়স্থ গাউসিয়া তৈয়বিয়া সুন্নিয়া মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত ওরশ শরীফের আয়োজন করে তাহেরিয়া মোজাম্মেল হক সুন্নিয়া মাদ্রাসা।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহেরিয়া মোজাম্মেল হক সুন্নিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও জেলা গাউসিয়া কমিটির সাবেক সভাপতি হাজী মোঃ জানে আলম সওদাগর। এতে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত রাঙামাটি জেলা সভাপতি মাওলানা এম এ মুস্তফা হেজাজী, তৈয়বিয়া আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ¦ মোঃ আখতার হোসেন চৌধুরী, গাউসিয়া কমিটি রাঙামাটি জেলার দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, তাহেরিয়া মোজাম্মেল হক সুন্নিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইয়াছিন রানা সোহেল, খাগড়াছড়ি আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সহ সাধারন সম্পাদক কাজী জাহেদুল ইসলাম, ভাসান্যাদম গাউসিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক প্রমুখ।


তাহেরিয়া মোজাম্মেল হক সুন্নিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোঃ মনসুর আলীর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন জেলা গাউসিয়া কমিটির সাবেক সভাপতি আবদুল হালিম ভোলা সওদাগর, সাবেক সাধারন সম্পাদক আবু জাফর সওদাগর, সাবেক সদস্য হাজী নাছির উদ্দিন, হাজী আবদুল করিম খান, হাজী দানু মিয়া সওদাগর, জাতীয় ইমাম সমিতি রাঙামাটি জেলা সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনি চৌধুরী, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য হাজী মোঃ মোজাম্মের হক, মাদ্রাসার সুপার মাওলানা রেজাউল করিম নঈমী প্রমুখ।
ওরশ শরীফ উপলক্ষে দিনব্যাপী খতমে কোরআন, খতমে গাউসিয়া শরীফ, মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল(দঃ), দাওয়াতে খায়র, মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এসময় বক্তারা বলেন, ইসলামের মুলধারা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের মতাদর্শ প্রচার প্রসারে আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ(রহঃ)-এর অবদান অনস্বীকার্য। এই উপমহাদেশে সুফীবাদী দর্শন প্রচারেও তাঁর অবদান অতুলনীয়। আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ(রহঃ) ইসলামী কৃষ্টি সংস্কৃতির প্রচার প্রসারেও উল্লেখযোগ্য ভুমিকা রাখেন। যা মুসলমানদের জন্য অতীব প্রয়োজনীয়। সমাজ সংস্কারক মহান এই ব্যক্তিত্বের জীবনাদর্শ আলোচনার মাধ্যমে প্রজন্মের কাছে ইসলামের অপরিহার্য বিষয়গুলো তুলে ধরতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত