কাপ্তাইয়ে সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের মধ্যে গুলিবিনিময়, নিহত ১

Published: 28 Jul 2022   Thursday   

রাঙামাটির কাপ্তাই উপজেলার কলাবুনিয়া এলাকাধীন ববিতা টিলায় সেনাবাহিনী ও সন্ত্রাসীদের  মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।  নিহত ব্যক্তির নাম নিখিল কুমার দাস (৩৫)। নিহত ব্যক্তি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মূল দলের সহযোগী বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার বিকালের দিকে এ ঘটনা ঘটেছে। 

 
কাপ্তাই থানার ওসি মোঃ জসিম উদ্দিন জানান,  বৃহস্পতিবার  দুপুরে দিকে উপজেলার  কলাবুনিয়া এলাকাধীন ববিতা টিলা এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহলদলে যাচ্ছিল। এসময়  সশস্ত্র সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষে করে গুলি চালায়। সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়।  এতে উভয় পক্ষে আধাঘন্টা ধরে গুলি বিনিময়ের ঘটে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে গিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে  নিখিল কুমার দাস নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।  ঘটনার খবর পেয়ে  বিকেল প্রায় সাড়ে ৫ টায় কাপ্তাই থানা পুলিশ দূর্গম কলাবুনিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে।  নিহত  নিখিল কুমার দাস মৃদুল কুমার দাসের ছেলে। তিনি কাপ্তাইয়ের চৌধরী ছড়া গ্রামের বাসিন্দা। 

 

কাপ্তাই সার্কেলের এএসপি রোওশন আরা রব জানান, কাপ্তাই মূখ নামক কলাবুনিয়া ববিতা টিলায় সেনাবাহিনীর সাথে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (মূল দলের) একজন সহযোগী নিহত হয়েছে। কাপ্তাই থানা পুলিশ লাশ উদ্বার করে মর্গে পাঠিয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত