উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে-দীপংকর তালুকদারএমপি

Published: 29 Jul 2022   Friday   

 

৩০ বছর আগেও এই ডংনালায় রাস্তা, বিদ্যুৎ ছিল না, কিন্ত আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় দূর্গম এই এলাকায় অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। শেখ হাসিনার নেতৃত্বে তিন পার্বত্য জেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

 

শুক্রবার (২৯ জুলাই) কাপ্তাই উপজেলাধীন রাইখালী ইউনিয়নের ডংনালা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে
খাদ্য মন্ত্রনালয় সম্প্রর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার এসব কথা বলেন। প্রসঙ্গত, শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক চলতি মাসে ওই স্কুলটি এমপিও ভুক্ত হওয়ায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


ডংনালা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি থোয়াইপ্রু মারমা সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন। সাবেক ছাত্র নেতা মোঃ সালাউদ্দিনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক, চন্দ্রঘোনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইশতিয়াক আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ, রাঙামাটি জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বির্দশন বড়ুয়া, যুগ্ম সম্পাদক সুজন তনচংগ্যা ধনা, সাংগঠনিক সম্পাদক ও চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুইচাপ্রু মারমা, সাধারণ সম্পাদক ইউসুপ তালুকদার, ৩২১ নং রাইখালী মৌজার হেডম্যান উসুয়ে সুয়ে চৌধুরী(মিশুক)।স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মিঠুন কান্তি সাহা।

 

সংবর্ধনা অনুষ্ঠানে স্কুল পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্তের পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত