রাঙামাটিতে ৫১টি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Published: 16 Aug 2022   Tuesday   

স্বাধীনতার ৫১তম বর্ষ উদযাপনকে সামনে রেখে রাঙামাটিতে ৫১ টি প্রতিষ্ঠানে বৃক্ষ সৃজনের অংশ হিসেবে মঙ্গলবার রাঙামাটিতে বৃক্ষরোপণ কর্মসূচির  উদ্বোধন করা হয়েছে। 
 
`প্রাণ-প্রকৃতি বাঁচাতে বৃক্ষ সৃজনে সামিল হউন` এই  স্লোগানে রাঙামাটি সাংবাদিক সমিতির উদ্যোগে রাঙামাটি শিশু পার্কে পলাশ গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির  উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইকবাল হোসেন চৌধুরী, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, রাঙামাটি পৌর নাগরিক অধিকার সংরক্ষণ আন্দোলনের নেতা এম জিসান বখতেয়ারসহ জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও রাঙামাটি সাংবাদিক সমিতির সদস্যরা। 
 
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন,আমার প্রিয় কর্মসূচিগুলোর মধ্যে অন্যতম হলো বৃক্ষরোপণ। পরিবেশ রক্ষায় সবাইকে বৃক্ষরোপণে আগ্রহী হতে হবে এবং পরিচর্চা করতে হবে। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত