রাঙামাটিতে আওয়ামী লীগের বিক্ষোভ-সমাবেশ

Published: 17 Aug 2022   Wednesday   

বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশজুড়ে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বুধবার বিক্ষোভ সমাবেশ করেছে রাঙামাটি জেলা আওয়ামী লীগ ও তার সংযোগী অঙ্গসংগঠন। ।

 

শহরের বনরুপা চৌমহনীতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি চিংকিউ রোয়াজা। বক্তব্যে দেন জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক রফিক তালুকদার, আইন বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মো: হানিফ, সদস্য ও রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, শ্রমকিলীগের সাধারণ সম্পাদক শামছুল আলম, জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী প্রমুখ। এসময় জেলা, সদর, শহর, ওয়ার্র্ড আওয়ামীলীগ’র বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এর আগে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে হতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কাঠালতলী হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরুপা চৌমহনীতে গিয়ে শেষ হয়।


বক্তারা বলেন, জোট সরকারের আমলে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য একযোগে সিরিজ বোমা হামলা ঘটানো হয়। তৎকালীন সময়ে দেশে জঙ্গিবাদের উত্থান ঘটে। যা পরবর্তী সময়ে বর্তমান সরকার কঠোরভাবে দমন করে। একই সঙ্গে দেশবিরোধী অপপ্রচার-গুজবের মাধ্যমে বিএনপি ও তার দোসরদের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির সকল উস্কানির প্রতিবাদ জানানো হয়।

 

উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময়ে দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সিরিজ বোমা হামলা হয়। এর পর থেকে দিনটিকে সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত