তেলের দাম বৃদ্ধি ও দলীয় কর্মী হত্যার প্রতিবাদে রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ

Published: 22 Aug 2022   Monday   

জ্বালানী তেল,পরিবহন ভাড়াসহ দ্রব্যমূল্য বৃদ্ধি ও ভোলায় পুলিশের গুলিতে দলীয় নেতাকর্মীর  হত্যার প্রতিবাদে আজ সোমবার রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।


জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে বিএনপি রাঙামাটি নগর শাখার আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন  পৌর বিএনপির সভাপতি এস এম শফিউল আজম। বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড মামুনুর রশিদ, সংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল প্রমুখ।


সমাবেশে বক্তারা বলেন, ভোট চুরির মধ্য দিয়ে ক্ষমতা দখল করে থাকা আওয়ামীলীগ সরকার দেশের মানুষের কথা চিন্তা করে না। তারা শুধু দেশের সম্পদ লুটপাট করতে ব্যস্ত। তাদের লুটপাটের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে।


বক্তারা  আরো বলেন আন্দোলনের মধ্যমে এ সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত