লংগদুতে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে ইউপিডিএফের এক কর্মী নিহতের দাবী

Published: 24 Aug 2022   Wednesday   

রাঙামাটির লংগদু উপজেলার ছোট কাট্টলীতে প্রতিপক্ষের গুলিতে শ্যামল চাকমা (৪৫) নামে  এক কর্মী নিহত হয়েছেন বলে দাবী করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। মঙ্গলবার  রাতে সাড়ে ৮ আটটার দিকে এ ঘটনা ঘটেছে। তবে পুলিশ গোলাগুলির ঘটনার স্বীকার করলেও  নিহতের সত্যতা নিশ্চিত করতে পারেনি।

স্হানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লংগদু ইউনিয়নের দুর্গম এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(জেএসএস) ও প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের মধ্য গোলাগুলির ঘটনা ঘটে।  এ ঘটনায় শ্যামল চাকমা নামে ইউপিডিএফের এক কর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।  খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল  বুধবার দুপুরের দিকে ঘটনাস্থলে গিয়ে  এলাকায় তল্লাশি চালালেও সন্ধ্যা  পর্যন্ত কোন মরদেহের সন্ধান পায়নি।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মুখপাত্র অংগ্য মারমা দাবী করে বলেন ছোট কাট্টলীতে ইউপিডিএফের কর্মীরা অবস্থানকালে ছোট কাট্টলীতে অবস্থানকালে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসের সশস্র একটি দল হামলা করে। এতে ইউপিডিএফের কর্মী শ্যামল চাকমা নিহত হন।  তিনি সন্তু লারমাকে ভ্রাতৃঘাটি সংঘাত পরিহারেরর আহ্বান জানিয়েছেন।


লংগদু ইউপির সদস্য সাধন কুমার চাকমা জানান, ছোট কাট্টলী মোন এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। শুনেছি ইউপিডিএফ গ্রুপের একজন নিহত হয়েছে। তবে  নিহতের বিষয়িট সঠিক কিনা জানি না।  পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে  গেছে।


রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন জানান, মঙ্গলবার  রাতে লংগদুতে ছোট কাট্টলী এলাকায় দুটি পাহাড়ি গ্রুপের মধ্যে উভয় পক্ষে এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। দুপক্ষের গোলাগুলির ঘটনা শুনে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে একটি টিম গেছে। মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত হতাহতের বিষয়টি এখনো পর্যন্ত  নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।  তিনি আরো জানান,বিভিন্ন গণমাধ্যমে এ ঘটনায় হতাহতের সংখ্যা প্রচার চালালেও এখনো পর্যন্ত  নিহতের কোনো রকম সত্যতা মেলেনি। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত