প্রাণ রক্ষা ও ভুমি উদ্ধারের সহযোগীতা চেয়ে সংবাদ সম্মেলন

Published: 27 Aug 2022   Saturday   

 

 

 

প্রাণ রক্ষা ও ভুমি উদ্ধারের জন্য সুশীল সমাজ ও  প্রশাসন  কাছে সহযোগীতা চেয়েছেন পানছড়ি বাজারের বাসিন্দা মোঃ আবদুল করিম।

 

শনিবার সকালে (২৭ আগস্ট) খাগড়াছড়ি প্রেস ক্লাবের হলরুমে এক সংবাদ সস্মেলনের মাধ্যমে এ সহযোগীতা কামনা করেন।

 

তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন পানছড়ি বাজারের উত্তম কুমার দেব ও বিজয় কুমার দেব দুই ভাই তার নামে কুৎসা রটিয়ে বিগত ২০ আগস্ট মানববন্ধন করেছেন। অথচ তিনি ও তার ভাইয়ের ভয়ে পালিয়ে পানছড়ি ছেড়ে খাগড়াছড়িতে এসে মানবেতর জীবন যাবন করতেছেন। তিনি লিখিত বক্তব্যে আরো জানান তার নিজ নামীয় জায়গা সন্ত্রাসী কায়দায়  দখল করেছে উত্তম ও বিজয় দুই ভাই। সেই জায়গা নিয়ে মামলা করলে সুপ্রীম কোট তারপক্ষে রায় দেন এবং কোট দখলসত্ব বুঝিয়ে দেয়ার জন্য বিবাদীকে আদেশ দিলেও তা অমাণ্য করে উল্টো তার পরিবারকে হত্যা হুমকি দিচ্ছে বলে জানান।

 

তিনি আরো বলেন বিজয় কুমার দেব ও উত্তম কুমার দেব তাদের দুই ভাই ও তাদের লেলিয়ে দেয় সন্ত্রাসীদের ভয়ে তার ছেলে আবুল কালাম আজাদ ও তার স্ত্রী নুরুন নেছা বেগম ঘর থেকে বের হন না। এ অবস্থায় তিনি ও তার পরিবার জীবননাশের শংকায় দিনাদিপাত করছেন।  তিনি সংবাদ সম্মেলন মাধ্যমে প্রাণ রক্ষা ও ভুমি উদ্ধারের জন্য সুশীল সমাজ ও  প্রশাসন  কাছে সহযোগীতা চাচ্ছেন।
সংবাদ সম্মেলনে তার স্ত্রী নুরুন নেছা বেগম ও তার ছোট ছেলে আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

 

এ বিষয়ে অভিযুক্ত পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব বলেন তিনি (মোঃ আবদুল করিম) যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।  তিনি আরো বলেন যে জায়গায় নিয়ে তিনির(আবদুল করিম)  অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন সেখানে তার ও তার ভাই( উত্তম কুমার দেব) এর  নামে কোন পল্ট  বা জায়গা নেই।

---হিলবিডি২৪/সম্পদনা/এ.ই

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত