মাটিরাঙ্গায় মামা বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে ঢাকার কিশোরীর মৃত্যু

Published: 28 Aug 2022   Sunday   

 

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় পানিতে ডুবে নুসরাত জাহান(১৬) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টার দিকে মাটিরাঙ্গার বেলছড়ির গোমতী নদীতে গোসল করতে নামলে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালের দিকে গোমতী নদীতে নুসরাতসহ ৫ সহপাঠী গোসল করতে নেমে। এতে গোসলের এক পর্যায়ে নুসরাতসহ দুই জন নদীর পানিতে তলিয়ে যায়। এক পর্যায়ে সহপাঠীদের চিৎকার শুনে নদীর আশেপাশের লোকজন এগিয়ে আসে। এসময় এক জনকে জীবিত উদ্ধার করলেও নুসরাততে খুজে পাওয়া যায়নি। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে প্রায় একঘন্টা তল্লাশী চালিয়ে নুসরতাকে খূজে পাওয়ার পর মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত নুসরাত জাহান ঢাকার মিরপুর-১৪ এর মোঃ কাউসার আলমের মেয়ে। সে তার মামার বাড়ি বেড়াতে এসেছিল।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : [email protected]
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত