জুরাছড়িতে আশিকার উদ্যোগে বন ও জীববৈচিত্র্য রক্ষা বিষয়ে আলোচনা সভা

Published: 05 Sep 2022   Monday   

সোমবার রাঙামাটির জুরাছড়ি উপজেলায় বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকার উদ্যোগে বন ও জীববৈচিত্র্য রক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

ইউএনডিপি ও ইউএসআইডি’র অর্থায়নে অর্থায়নে বনযোগীছডা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনযোগী ছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ কান্তি চাকমা।  আশিকার প্রকল্প সমন্বয়কারী বিমল কান্তি চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি  ছিলেন বনযোগী ছড়া মৌজা হেডম্যান করুনাময় চাকমা, , বসন্ত পাড়া মৌজা হেডম্যান চিয়ালজন পাংখোয়া ।  আলোচনা সভায় বনযোগীছড়া ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান, মৌজা হেডম্যান ও কার্বারী এবং মৌজাবন ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 

 

আলোচনা সভায় এলাকায় বন ও জীব বৈচিত্র্য সংরক্ষণে কমিটি গঠন, বন ও জীব বৈচিত্র্য সংরক্ষণ ও রক্ষার করনীয় এবং প্রতিবন্ধকতা বিষয় নিয়ে দলীয় আলোচনা ও উপস্থাপনা করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত