৩২ ঘন্টা হরতাল প্রত্যাহার করেছে পার্বত্য নাগরিক পরিষদ

Published: 06 Sep 2022   Tuesday   

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের নির্ধারিত বৈঠক স্থগিত ঘোষণা করার কারণে পার্বত্য নাগরিক পরিষদের ডাকা রাঙামাটি শহরে ৩২ ঘন্টার হরতাল স্থগিত করা হয়েছে।


মঙ্গলবার দুপুর আড়াইটায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নেৃতৃবৃন্দের সভা শেষে শহরের বনরূপায় একটি রেষ্টরেন্টে সংবাদিকদের এক ব্রিফিংয়ে এই হরতাল স্থগিতের ঘোষনা দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান। এসময় তিনি বলেন, পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিত করায় পার্বত্য নাগরিক পরিষদের ঘোষিত হরতাল কর্মসূচি বিকাল ৩টা থেকে প্রত্যাহার করা হয়েছে। তবে এ সময়ের মধ্যে গোপণে কোন বৈঠক করা হয় তাহলে আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে।


এর আগে পার্বত্য ভূমি কমিশন সচিব (যুগ্ম জেলা জজ) মোহাম্মদ নেজাম উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে বুধবারের পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের নির্ধারিত বৈঠক স্থগিত ঘোষণা করা হয়। হরতালের কারণে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের নির্ধারিত বৈঠক স্থগিত সংক্রান্তপত্রে বলা হয়,পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের হরতালের পরিপ্রেক্ষিতে রাঙামাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের নির্ধারিত বৈঠক স্থগিত ঘোষণা করা হয়েছে।


এদিকে ৩২ ঘন্টা হরতাল চলাকালে প্রথম দিনে মঙ্গলবার সকাল থেকে শহরে দোকান পাট ও যানবাহন চলাচল বন্ধ থাকে। হরতালে কারণে অভ্যন্তরীন ও দুরপাল্লার কোন যানবাহন চলাচল না করায় জনজীবনে স্থবিরতা নেমে আসে। সকালে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কর্মরত লোকজন পায়ে হেটে কর্মস্থলে যেতে দেখা যায়। বনরুপা, ভেদভেদী রিজার্ভ বাজারসহ বিভিন্ন স্থানে হরতালকারীরা পিকেটিং করে। হরতাল চলাকালে কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


উল্লেখ্য, সোমবার এক সংবাদ সন্মলনের মাধ্যমে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের ৭ সেপ্টেম্বর রাঙামাটিতে অনুষ্ঠিত বৈঠক বাতিলসহ ৭দফার দাবীতে মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার দুপুর ২টা পর্ষন্ত ৩২ ঘন্টা রাঙামাটি শহরে হরতালের ডাক দেয় পার্বত্য নাগরিক পরিষদ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত