রাঙামাটিতে গণমাধ্যম কর্মীদের নিয়ে তথ্য অধিকার আইন বিষয়ে দুদিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন

Published: 12 Sep 2022   Monday   

জেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে সোমবার রাঙামাটিতে দুদিন ব্যাপী তথ্য অধিকার আইন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করা হয়েছে।

 

বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস(আশিকা) এর উদ্যোগে দি এশিয়ান ফাউন্ডেশনের অর্থায়নে আশিকা কনভেশন হল রুমে আয়োজিত কর্মশালার উদ্ধোধন করেন জেলা প্রশাসনের স্থাণীয় সরকারের উপ-পরিচালক মোঃ আল-মামুন মিয়া। বক্তব্যে রাখেন উন্নয়ন সংস্থা আশিকার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, কক্সি তালুকদার। দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার প্রায় ৫০ জনের অধিক সাংবাদিক অংশ নেন।

 

উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তারা জনসাধারনের কাছে অবাধ তথ্য প্রবাহের লক্ষ্য তথ্য অধিকার প্রনয়ন করা হয়। এই আইনটি সঠিকভাবে কাজে লাগানোর পাশাপাশি সবাইকে তথ্য অধিকারের উদ্ধুদ্ধ করার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত