রুপ্না ও রিতুপূর্ণাকে জেলা প্রশাসকের তিন লাখ টাকার চেক উপহার

Published: 20 Sep 2022   Tuesday   

রাঙামাটির দুর্গম পাহাড়ে অতিদরিদ্রতার সাথে বেড়ে ওঠা নারী সাফ চ্যাম্পিয়নশীপের শিরোপা জেতা টুর্নামেন্টের শ্রেষ্ঠ গোলরক্ষক রুপ্না চাকমা ও রিতুপূর্না চাকমাকে দেড় লাখ করে তিন লাখ করে উপহার দিয়েছেন জেলা প্রশাসক।

মঙ্গলবার রাঙামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান দুই কৃতি ফুটবলার রুপনা চাকমার ও রিতুপূর্না চাকমার বাড়ীতে গিয়ে এই উপহারের টাকা চেক তুলে দেন। এছাড়া জেলা প্রশাসক রুপনা চাকমা গ্রামে এলাকাবাসীর সুবিধার জন্য একটি ব্রীজ নির্মাণ ও একটি বাড়ি নির্মাণ এবং রিতুপূর্না চাকমার বাড়েিত যোগাযোগের জন্য রাস্তা ও চাকরির আশ^াস দেন।


জানা গেছে, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান মঙ্গলবার দুপুরের দিকে প্রথমে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ভূয়োদামে গ্রামের বাড়ীতে গিয়ে রুপনা চাকমার মা কালোসোনা চাকমার হাতে এক লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন। পরে কাউখালী উপজেলার মগাছড়ি এলাকায় রিতুপূর্ণা চাকমার বাড়ীতে তার মা এর হাতে এক লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেয়। এমসয় বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান ও অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুল রহমানসহ জেলা প্রশাসন ও অন্যান্য দপ্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।


`জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রিতু ও রূপনা আমাদের রাঙামাটির গর্ব। তাদের এ অর্জন পুরো বাংলাদেশের মানুষ গর্বিত। তাদের এ কৃতিত্বের জন্য তাদেরকে পুরস্কৃত করা হয়েছে এবং ভবিষ্যতেও করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : [email protected]
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত