বিলাইছড়িতে বীর মুক্তি যোদ্ধা প্রভাত কান্তি বড়ুয়া আর নেই

Published: 30 Sep 2022   Friday   

 রাঙামাটির  বিলাইছড়ি উপজেলার বীর মুক্তি যোদ্ধা প্রভাত কান্তি বড়ুয়া শুক্রবার  (৩০ সেপ্টেম্বর)  বিকাল তিনটায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি  স্ত্রী ও ৪  সন্তানসহ অনেক আত্মীয় ও গুনগ্রাহী রেখে গেছেন।
 
 
পরিবারিক সূত্রে  জানা যায়,  বীর  বীর মুক্তি যোদ্ধা প্রভাত কান্তি বড়ুয়া দীর্ঘ দিন  ধরে জটিল রোগে ভুগছিলেন।  চিকিৎসকদের পরামর্শে তিনি নিজ বাড়ীতে  চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। শুক্রবার হঠাৎ স্বাস্থ্যের অবস্থা অবনতি হলে উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্বত্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
 
বীর মুক্তি যোদ্ধার মৃত্যুতে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন তার পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। 
 
এ বিষয়ে বীর মুক্তি যোদ্ধার সন্তান সহকারী শিক্ষক  সুদর্শন বড়ুয়ার সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, শনিবার সকাল ১০ টার দিকে তার বাবাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 
 
 
 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : [email protected]
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত