ঘূর্নিঝড় সিত্রাংঃ কাপ্তাই হ্রদে অভ্যন্তরীণ সকল নৌ চলাচল বন্ধ ঘোষনা

Published: 24 Oct 2022   Monday   

ঘূর্নিঝড় সিত্রাং প্রভাবে সোমবার বিকাল ৫টা থেকে রাঙামাটির কাপ্তাই হ্রদের আভ্যন্তরীণ সকল প্রকার নৌ চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে স্থানীয় জেলা প্রশাসন। এছাড়া ঘূর্নিঝড়ের কারণে ভারী বৃষ্টিপাতে পাহাড়ে পাদদেশে ঝুকিপূর্ন বসবাসকারীদের জন্য আশ্রয় কেন্দ্র খোলাসহ সকল সর্তকতা ব্যবস্থা করা হয়েছে।


সোমবার দুপুরের দিকে জেলা প্রশাসন সন্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে সৃষ্ঠ ঘূর্নিঝড় সিত্রাং মোকাবেলার লক্ষে জরুরী সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন মিয়া এ কথা জানান। সভায় জেলায় বিভিন্ন দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এদিকে, ঘূর্নিঝড়ের প্রভাবের কারণে ভারী বর্ষনের কারণে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সর্তক থাকতে ও ভারী বৃষ্টিপাত হলে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার যাওয়ার জন্য জেলা প্রশাসন থেকে অনুরোধ জানিয়ে জেলা তথ্য অফিস রাঙামাটি শহরে মাইকিং চালাচ্ছে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন মিয়া বলেন, ঘূর্নিঝড় সিত্রাং প্রভাবে বৈরী আবহাওয়া সৃষ্টি হওয়ায় রাঙামাটির কাপ্তাই হ্রদে আজ সোমবার বিকাল ৫টা থেকে অভ্যন্তরীণ সকল প্রকার নৌ চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্ষন্ত বন্ধ থাকবে। রাঙামাটি শহরে পাহাড়ে পাদদেশে থাকা ৩গটি ঝুকিপূর্ঝু এলাকা চিহিৃত করা হয়েছে এবং ২২টি  আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া সভায় জেলার ৯টি উপজেলায় ঘূর্নিঝড়ের প্রস্তুতি, মেডিকেল টিম ও উদ্ধারকারী দলকে প্রস্তুত রাখা হয়েছে।
--হিলবিডি২৪/সমম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত