ইটছড়ি মৈত্রীপুর ভাবনা কেন্দ্রে দানোত্তম কঠিন চীব দান ও ৮৪ জন ভিক্ষুকে মহাস্থবির বরণ অনুষ্ঠিত

Published: 28 Oct 2022   Friday   

চিরাং তিটঠাতু বুদ্ধ সাসনম এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি ইটছড়ি মৈত্রীপুর ভাবনা কেন্দ্রে বৌদ্ধ ধর্ম পুনঃজাগরণে  অবিস্মরণীয় চুরাশি জন ভিক্ষুকে  স্থবির থেকে মহাস্থবির বরণ ও ১ম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। 

 

শুক্রবার (২৮অক্টোবর) দিনব্যাপী ইটছড়ি মৈত্রীপুর ভাবনা কেন্দ্রের প্রাঙ্গণে বর্ণিল আয়োজনে  ১ম দানোত্তম কঠিন চীবর দান ও ৮৪ জন স্থবির ভিক্ষুকে মহাস্থবির বরণ করা হয়। এ উপলক্ষে সকাল থেকে  বৌদ্ধ ধর্মাবলম্বী নর-নারীরা দেশ জাতি তথা সকলের  হিতসুখ মঙ্গল কামনায় বৌদ্ধ ভিক্ষুদের নিকট থেকে পঞ্চশীল গ্রহণের পর বৌদ্ধ ভিক্ষুদের নিকট বুদ্ধ মুর্তি দান, সংঘ দান, অষ্টপরিস্কার দান, কল্পতরু দান, বৌদ্ধ ভিক্ষুদের পিন্ড দানসহ নানা বিধ দান, স্বধর্ম দেশনা ও  শ্রবণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত দায়ক-দায়িকাদের উদ্দেশ্যে  দেশনায় নিজের দেশ-জাতিকে সবার উর্দ্ধে রেখে আন্ত: সম্প্রদায় শান্তি সুরক্ষা এবং দেশ ও পার্বত্য চট্টগ্রামের সকল মানুষের সমৃদ্ধি কামনার ওপর গুরত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে সংঘ প্রধান হিসেবে উপস্থিত ছিলেন গামারীঢালা বনবিহারের অধ্যক্ষ বোধিপাল মহাস্থবির ভান্তে ,রাঙ্গামাটি রাজ বনবিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির,রাজ বন বিহারের শান্তি প্যাগোডা`র পরিচালক সৌরজগত মহাস্থবির,নানিয়াচর  রতœাংকুর বনবিহারের অধ্যক্ষ বিশুদ্ধানন্দ মহাস্থবির,ইটছড়ি মৈত্রীপুর ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ বিমলানন্দ মহাস্থবিরসহ দেড় শতাধিক বৌদ্ধ ভিক্ষুসহ কয়েক হাজার বৌদ্ধ ধর্মালম্বী নর-নারী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে এবারের কঠিন চীবর দানের প্রধান পৃষ্টপোষক ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার ধর্মিনী রিপা চাকমা।

---হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : [email protected]
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত