লংগদুতে কাট্টলী বিলে স্পিডবোট-বালুবাহী বোট সংঘর্ষে নিখোঁজ ২

Published: 04 Nov 2022   Friday   

শুক্রবার রাঙামাটির লংগদু উপজেলার কাট্টলী বিলে একটি স্পিডবোট ডুবে দুইজন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় বোটচালক ছাড়াও আরও ছয়জন যাত্রী আহত হয়েছেন। নিখোজ দুজন হলেন  এলোমিনা চাকমা (২০) ও রিটন চাকমা (২০)। তারা দুজনই বাঘাইছড়ি উপজেলার শিজক কলেজের অধীন উন্মুক্ত বিশবিদ্যালয়ের  বিএ প্রথম বর্ষের পরীক্ষার্থী।


পুলিশ জানায়, শুক্রবার দুপুরের দিক বাঘাইছড়ি উপজেলার দূরছড়িবাজার থেকে একটি যাত্রীবাহী স্পিডবোট আটজন যাত্রী নিয়ে রাঙামাটি যাচ্ছিলো। এসময় লংগদু উপজেলার কাট্টলী বিলে কাট্টলী টাওয়ারের আগে বালুবাহী একটি বোটের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় স্পিডবোটের দুইজন যাত্রী নিখোঁজ রয়েছেন। আহত ছয় যাত্রীকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। বোটচালকও আহত হয়েছেন।


লংগদু থানার আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ দুইজনকে ডুবুরিরা উদ্ধারে তৎপরতা চালাচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত