কাপ্তাই হ্রদে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Published: 06 Nov 2022   Sunday   

রাঙামাটির লংগদু উপজেলার কাট্টলী বিলে বালুবাহী ইঞ্জিনচালিত নৌকার সাথে স্পিডবোটের সংঘর্ষে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালের দিকে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ভাসমান অবস্থায় এলোমিনা চাকমা (২০) ও রিটন চাকমার(২০) মরদেহ উদ্ধার করেন।

জানা যায়, শনিবার রাতে কাপ্তাই হ্রদে নিখোঁজ হওয়া বাঘাইছড়ি উপজেলার শিজক কলেজের অধীন উন্মুক্ত বিশবিদ্যালয়ের বিএ প্রথম বর্যের পরীক্ষার্থী এলোমিনা চাকমা ও রিটন চাকমা মরদেহ জেলেদের জালে ভেসে উঠে। খবর পেয়ে রোববার সকালের দিকে ফায়ার সার্ভিস ও পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এর আগে গেল শুক্রবার বাঘাইছড়ি উপজেলার দূরছড়িবাজার ঘাট থেকে রাঙামাটি শহরের উদ্দেশে স্পিডবোটটি ছেড়ে যায়। দুপুর ৩টার দিকে লংগদু উপজেলার কাট্টলী বিল এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী নৌযানের সাথে স্পিডবোটের সাথে সংর্ঘষ হয়। এতে চালকসহ ৭ জন সাতার কেটে কুলে উঠতে পারলেও দুই শিক্ষার্থী পানিতে তলিয়ে যান। তবে গত শুক্রবার বিকালের ঘটনায় নিখোঁজ দুই শিক্ষার্থীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি ঘটনার দিন ও গতকাল শনিবার পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও কাউকে উদ্ধার করতে পারেনি।


লংগদু থানার ওসি ইকবাল উদ্দিন জানান, হ্রদের কাট্টলী স্থানে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর মরদেহ জেলেদের জালে ভেসে উঠার খবর পেয়ে উদ্ধার করে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ কোন ময়নাতদন্ত ছাড়াই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত