জুরাছড়ির আমতলী ধর্মোদয় বন বিহারে দুদিন ব্যাপী কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন

Published: 07 Nov 2022   Monday   

 সোমবার রাঙামাটির জুরাছড়ি উপজেলার আমতলী ধর্মোদয় বন বিহারে দুদিন ব্যাপী ২৯ তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।


বিহার মাঠে আয়োজিত  কঠিন চীবর অনুষ্ঠানে ধর্ম দেশনা দেন জিনপ্রিয় মহাস্থবির,  বিমলানন্দ মহাস্থবির। এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রবর্তক চাকমা, জুরাছড়ি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা,  বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা প্রমুখ। অনুষ্ঠানে  হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বী  নারী-পুরুষ অংশ নেন। এর আগে ২৪ ঘন্টার মধ্য তৈরীকৃত কঠিন চীবর মঞ্চে আনা হয়।  পরে বুদ্ধ মুর্তি দান, কল্পতরু দান, পঞ্চশীল গ্রহন করা হয় । অনুষ্ঠানে ভিক্ষু সংঘের কাছে কঠিন চীবর হস্তান্তর করেন আমতলী ধর্মোদয় বন বিহারে সভাপতি নিগেরেশ্বর চাকমা। গত রোববার তুলা থেকে সুতা তৈরী করে সারা রাত কঠিন চীবর বুনন করে বুনন শিল্পীরা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.



উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : [email protected]
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত