কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ এসএসতিতে এবারও শ্রেষ্ঠত্ব ধরে রাখলো

Published: 28 Nov 2022   Monday   

এবারও এসএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফলের দিক দিয়ে প্রতিবারের মতো এবারও রাঙামাটির জেলার মধ্যে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখলো বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, কাপ্তাই। এবছর কাপ্তাই নৌবাহিনী স্কুল থেকে এসএসসিতে ৮৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৮৩ জন পাস করেছে এবং ৬৮ জন জিপিএ-৫ অর্জন করেছে।

 

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, একজন শিক্ষার্থী ৫টি পরীক্ষায় অংশ নিলেও হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ওই শিক্ষার্থী আর পরীক্ষা শেষ করতে পারেনি বিধায় ফলাফল বিবেচনায় পাসের হার শতভাগ আসেনি। তবে বাকি সবাই কৃতিত্বের সাথে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ফলাফল বিবেচনায় প্রতিবারের মতো এই প্রতিষ্ঠানটি রাঙামাটি জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করেছে। 
 
সূত্রে আরও জানা যায়, এই প্রতিষ্ঠান হতে বিজ্ঞান বিভাগে ৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৪ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন জিপিএ-৫ অর্জন করেছে। স্কুলে এসএসসিতে মোট পাশের হার ৯৮.৮১ভাগ। 
 
বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠানের অধ্যক্ষ কমান্ডার মাহবুব আহামদ শাহজালাল বলেন, শিক্ষার্থীদের এই ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত। এই কৃতিত্বে আমি গভর্নিং বডির চেয়ারম্যান, সকল শিক্ষার্থী, অভিভাবক ও সর্বোপরি শিক্ষকদের অভিনন্দন জানাই। আমরা আগামীতেও একই ধরনের ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করবো।
 
  অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম এই ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, আমরা স্কুল শাখার মতো কলেজ শাখাতেও পার্বত্য অঞ্চলে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার চেষ্টা করব। ভবিষ্যতে চট্টগ্রাম বোর্ডেও আমরা নিজেদের সম্মানজনক অবস্থান তৈরি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
 
উল্লেখ্য, গতবছরও এসএসসিতে স্কুলটি রাঙামাটি পার্বত্য জেলায় শ্রেষ্ঠ স্কুলের স্বীকৃতি অর্জন করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : [email protected]
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত