বিটিআরসি’র থেকে ২৮টি পাড়া কেন্দ্রে ডিজিটাল ক্লাসরুম উপকরণ বিতরণ

Published: 29 Nov 2022   Tuesday   

মঙ্গলবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২৮টি পাড়াকেন্দ্র ডিজিটাল ক্লাসরুম উপকরণ সরবরাহ ও স্থাপন সংক্রান্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনে বিটিআরসি সামাজিক দায়বদ্ধা তহবিলেল অর্থায়নে টেলিযোগাযোগ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সুবিধাবঞ্চিত প্রত্যন্ত অঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ডিজিটালকরণ শীর্ষক প্রকল্পের মাধ্যমে এই উপহরণ দেওয়া হয়।


পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয় কর্ণফুলী সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তফা জব্বার। বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এর সভাপতিত্বে এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এর পক্ষে বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব)। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সামাজিক দায়বদ্ধতা তহবিল ব্যবস্থাপনা কমিটি ও মহাপরিচালক (এসএস) সদস্য সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাসিম পারভেজ, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, পিপিএম (বার), বিজয় ডিজিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা জেসমিন জুঁই । এছাড়া বোর্ডের সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন অর রশীদ (উপসচিব), সদস্য পরিকল্পনা মোঃ জসীম উদ্দিন (উপসচিব)সহ বোর্ড ও বোর্ডের আওতাধীন উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ২৮টি পাড়া কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে ডিজিটাল ক্লাসরুম উপকরণ বিতরণ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত