রাঙামাটিতে পাহাড়ের ঢালে সবজি চাষের পাশাপাশি বাণিজ্যিকভাবে ফুল চাষ হচ্ছে

Published: 07 Dec 2022   Wednesday   

রাঙামাটিতে বিভিন্ন পাহাড়ের ঢালে চাষের জমিতে শাক-সবজি চাষের পাশাপাশি বাণিজ্যিকভাবে ফুলের চাষও করা হচ্ছে। এসব ফুলের মধ্যে রয়েছে সত্রং ফুল(গাদা ফুল)সহ কয়েক জাতের ফুল। লাভজনক হওয়ায় চাষীদের আগ্রহ বাড়ছে। 

 

জানা গেছে, রাঙামাটি সদর ইউনিয়নে বড় আদাম এলাকায় চাষীরা পাহাড়ের ঢালে শাক-সবজি চাষের পাশাপাশি ফুলের বাগান করছেন। এসব বাগানে সত্রং ফুলসহ আরো নানান জাতের ফুলের শোভা পাচ্ছে। এ ফুল চাষে লাভজনক হওয়ায় স্বাবলম্বী হয়ে উঠেছেন বেশ কয়েকজন ফুলচাষি।


ঊড় আদাম এলাকার সবজি ও ফুল বিক্রেতা আদর্শ রানী চাকমা জানান, ছোট বেলা থেকে বাবা-মায়ের সাথে জমিতে ও পাহাড়ে জুম চাষের পাশাপাশি ফুল চাষ করতেন তিনি। সপ্তাহের দুই দিনের বাজারে সবজি ও ফুল বিক্রী করতে থাকেন। দিন দিন মানুষের কাছে ফুলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় আগ্রহ আরও বেড়ে যায় তার। এখন এলাকার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের জন্য স্থানীয় অনেকেই ফুল কেনার জন্য বাগানে আসেন। তিনি আরো বলেন, পাহাড়ে লাভজনক ফুল চাষের ব্যাপক সুযোগ ও সম্ভাবনা রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত