রাঙামাটিতে অবৈধভাবে টিসিবি পণ্য বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২৫ দিনের জেল

Published: 08 Dec 2022   Thursday   

বৃহস্পতিবার রাঙামাটি শহরের কাঁঠালতলী এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য অবৈধভাবে বিক্রির দায়ে এক দোকানিকে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। 


জানা গেছে, শহরের কাঁঠালতলী মসজিদ এলাকার মেসার্স হাসান ট্রেডার্সের মালিক মো. বশির আহমেদ (৫০) অবৈধভাবে টিসিবি পণ্য মজুদ ও বিক্রয় করে আসছিলেন। অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালত হাসান ট্রেডার্সের স্টোররুম থেকে ১৮০ লিটার সয়াবিন তেল ও ৮৬ কেজি মসুর ডাল জব্দ করেন। পরে জব্দকৃত মালামাল জেলা প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বশির আহমেদ নামে এক অসাধু ব্যবসায়ী ২৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাজার মনিটরিং এর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত