পাহাড়ে গরম কাপড় বানানোর আগাম প্রস্তুতি

Published: 08 Dec 2022   Thursday   

বর্ষ পঞ্জিকা অনুসারে এখন অগ্রায়ণ মাস আর কিছুদিন পর পৌষ এরপর মাঘ মাস। ছয় ঋতুর দেশ বাংলাদেশে পুরোদমে এখন শীত পরার কথা থাকলেও নেই তেমন শীতের প্রকোপ। তবে শহরে তেমন একটা শীতের প্রকোপ দেখা না দিলেও প্রত্যান্ত পাহাড়ী গ্রামে পড়ছে শীত। দিনে কিছুটা গরম আর রাতে বেশ শীত। কুয়াশাও পড়ছে, মাঝেমধ্যে পুরো এলাকা ছেয়ে যাচ্ছে কুয়াশায়। সবুজ ঘাস ও গাছের পাতায় জমছে শিশির। পাহাড়ী গ্রামের মানুষ এরই মধ্যে শীতের কাপড় নামিয়ে ফেলেছেন। রাঙামাটির দূর্গম জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের গবছড়ি চাম্পাইপাড়ায় গিয়ে দেখা যায় সেখানকার বাসিন্ধা জাত্যাবালা চাকমা মাঘ মাসকে সামনে রেখে উলের সুতা দিয়ে সোয়েটার, মোজা, চাদর, মাফলার ও অন্যান্য গরম কাপড় বানানোর আগাম প্রস্তুতি নিচ্ছেন।
ছবি ও প্রতিবেদন - লিটন শীল। ৮ ডিসেম্বর ২০২২ইং

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত