শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বিলাইছড়িতে মহান বিজয় দিবস উদযাপন 

Published: 16 Dec 2022   Friday   

বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায়   মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। 
 
সূর্যোদয়ের সাথে সাথে  ৩১ বার তোপধ্বনি মধ্য দিয়ে দিবসটি সূচনা করা হয় । পরে  শহীদদের স্বরণে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এবং বঙ্গবন্ধু ম্যুরালে  পুষ্পস্তবক অর্পন  করেন উপজেলা প্রশাসনসক সকল স্তরের জনসাধারন। পরে বিলাইছড়ি  স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বাংলাদেশ পুলিশ, আনসার -ভিডিপি, এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে সমাবেশ ও কুচকাওয়াজ এবং মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করা হয়। 
 
এছাড়া  দিবসটি উপলক্ষে উপজেলা মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুরজিত দত্ত, উপজেলা  আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর।  এসময়  উপস্থিত ছিলেন  বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, আওয়ামীলীগ নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রথাগত নেতৃবৃন্দ ও সাংবাদিকরা। আলোচনা শেষে পুরস্কার বিতরণ করা হয়।  এছাড়া  ক্রীড়া অনুষ্ঠান ও  প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 
 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত