রাঙামাটিতে শীতার্থদের মাঝে সেনা বাহিনীর শীতবস্ত্র ও মানবিক সহায়তা প্রদান

Published: 05 Jan 2023   Thursday   

সেনাবাহিনীর উদ্যোগে বৃহস্পতিবার রাঙামাটিতে আসহায়, দুস্থ, দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র ও মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রি  প্রদান করা হয়েছে।

৩০৫ পদাধিক ব্রিগেড রাঙামাটি রিজিয়নের আয়োজনে প্রান্তিক হল রুম প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ ও আন্যন্যা সামগ্রি প্রদান করেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন। এসময় উপস্থিতি ছিলেন ব্রিগেড মেজর খায়রুল হাসান, জিটুআইসি মেজর পারভেজ রহমানসহ উর্দ্ধতন কর্মকর্তরা।

এসময়ে দ্ররিদের মাঝে শীতবস্ত্র হিসেবে তিশ কম্বল বিতরণ,আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন, ঘর মেরামতের জন্য ঢেউ টিন সেলাই মেশিন ও চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়।

ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে জাতী, উপজাতী ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের আমাদের এই ক্ষুদ্র চেষ্টা। এধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত