বিলাইছড়িতে বন্য শুকরের আক্রমণে গুরুতর আহত ৩

Published: 02 Apr 2023   Sunday   

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় কেংড়াছড়ি ইউনিয়নের কেরনছড়ি এলাকায় বন্য  শুকরের আক্রমণে ৩ জন গুরুতর আহত হয়েছেন। রোববার এ ঘটনা ঘটেছে। আহতদের বিলাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন সুচিত্রা চাকমা (৪৫),বেবী আক্তার (২৬) ও বিমলা চাকমা (৬৮)।

স্থানীয়রা জানান, রোববার উপজেলার কেংড়াছড়ি ইউনিয়নের কেরনছড়ি এলাকায় হঠাৎ একটি বন্য শুকর লোকালয়ে গিয়ে লোকজনকে উপর আক্রমণ করে। এতে বন্য শুকরের কামড়ে তিন জন গুরুত্বর আহত হন।  পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য  রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে বিমলা চাকমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা সবাই কেংড়াছড়ি ইউনিয়নের বাসিন্দা।


উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সর মেডিকেল অফিসার ডাঃ দেলোয়ার হোসেন জানান, বন্য শুকরটি  সুচিত্রা চাকমার ডান হাতে কামড় দিয়ে মারাত্মক জখম করে।  বেবী আক্তারকে ডান পায়ের রানে এবং বাম হাতে কামড় দিয়ে জখম করে এবং বিমলা চাকমাকে শরীরের ও হাতের বেশিরভাগ অংশে কামড় দিয়ে মারাত্মক জখম করেছে।

২নং কেংড়াছড়ি ইউপি চেয়ারম্যান রামাচরণ মারমা জানান, হঠাৎ লোকালয়ে গিয়ে একটি বন্য শুকর লোকজনদের আক্রমন করলে  ৩জন গুরুতর আহত হন। তবে এলাকাবাসীরা বন্য শুকরটিকে মেরে ফেলেছে। শুকরটির ওজন আনুমানিক দুই মণের কাছাকাছি হবে।  ধারণা করা হচ্ছে পাগলা শুকর হতে পারে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত