সাজেকের লংতিয়ান পাড়ায় ফের ডায়রিয়ায় ২জনের মৃত্যু

Published: 17 Jun 2023   Saturday   

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের লংতিয়ান পাড়ায় আবারো ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে বাহন ত্রিপুরা(৫৫) ও মেলতি ত্রিপুরা(৫০)। মৃত দুজনের সম্পর্ক স্বামী-স্ত্রী।


উল্লেখ্য, গেল ৭ জুন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে লংতিয়ান পাড়ার গোগোতি বালা ত্রিপুরা ও দরুং ত্রিপুরা নামের দুজনের মৃত্যু হয়। এতে এলাকায় প্রায় অর্ধ শতাধিক নারী, শিশু ও বৃদ্ধ আক্রান হন। লংতিয়ান পাড়াটি অতি দুর্গম হওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মেডিকেল টিম যাওয়ার জন্য সেনাবাহিনী থেকে হেলিকপ্টারের সহায়তা নেয়। পরে মেডিকেল টিমটি সেখানে পৌছার পর আক্রান্তদের চিকিৎসা দিলে ডায়রিয়ার প্রকোপ কমে আসে।


সাজেক ইউনিয় পরিষদ চেয়ারম্যান অতুল লাল চাকমা দুজনের মৃত্যুর কথা নিশ্চিত করে জানান, সাজেরে লংতিয়ন পাড়ায় শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে প্রথমে বাহন ত্রিপুরা ও এক ঘন্টার পর মেলতি ত্রিপুরা মারা যান। মৃত স্বামী-স্ত্রী দুজনেই বেটলিং এলাকার বাসিন্দা। বেটলিং এলাকা থেকে এক সপ্তাহ আগে লংতিয়ান পাড়ায় ডায়রিয়ায় আক্রান্ত তাদের আত্বীয়কে দেখতে যান। সেখানে অবস্থানকালে দুজনের ডায়রিয়ায় আক্রান্ত হন মারা যান। ইতোমধ্যে ইউনিয়ন পরিষদ থেকে প্রয়োজনীয় ওষুধপত্র পাঠানো হচ্ছে। দুজনের মৃত্যুর বিষয়টি ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানানো হয়েছে। বৃষ্টির পানিতে পচা লতাপাতা ও মলমুত্র ছড়ার পানিতে পড়ে দূষিত এ পানি পান করায় লোকজন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়ছেন।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরবিন্দু চাকমা বলেন, লংতিয়ান পাড়ায় নতুন করে ডায়রিয়ায় আক্রান্ত নেই। তবে শুক্রবার দিবাগত রাতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে স্বামী-স্ত্রী মারা গেছেন তারা লংতিয়ান পাড়ার বাসিন্দা নয়। তারা অন্য পাড়া থেকে সেখানে ডায়রিয়ায় আক্রান্ত স্বজনদের দেখতে গিয়ে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে ওই এলাকায় নতুন করে ডায়রিয়া প্রকোপ দেখা দিলে আবারো মেডিকেল টিম পাঠানো হবে বলে জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত