রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে রোববার লেট্রিন উৎপাদনকারীদের নিয়ে দিন ব্যাপী কারিগরী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
ইউনিসেফ এবং সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে বাংলদেশ সরকারের অংশী দারিত্বে স্যানিটেশন মার্কেটিং সিষ্টেমের স্কেলিং আপ (স্যান্ড মার্কস ২) প্রকল্পটি রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় আইডিই (ইন্টারন্যাশনাল ডিভেলপমেন্ট ইন্টার প্রাইজেস) বিএনকেএস (বলী পাড়া নারী কল্যাণ সমিতি) বাস্তবায়ন করছে।
ঘাগড়া ইউপি মিলনায়তনে কারিগরী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন ঘাগড়া ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন। সভাপতিত্ব করেন প্রকল্প সমন্বয়কারী বিমল কান্তি চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের মনিটরিং অফিসার পাই উমং চৌধুরী।
প্রশিক্ষণ পরিচালনা করেন প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার যথাক্রমে নিউসাই মারমা, রানু আসাম এবং জন চাকমা প্রমুখ। প্রশিক্ষণে কাউখালী, কাপ্তাই উপজেলার লেট্রিন উৎপাদনকারী ১১টি এলপি সেন্টারের উদ্যোক্তারা অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণের প্রথম পর্বে উদ্যোক্তারা আইডি-ই কর্তৃক উদ্ভাবিত উন্নত প্রযুক্তির বিভিন্ন ধরণের স্যাটো প্যান/কমোড এর সাথে পরিচিত হন এবং পরবর্তীতে দ্বিতিীয় পর্বে হাতে-কলমে উন্নত প্রযুক্তির স্যাটো প্যান দিয়ে স্লাব তৈরির বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।