ঘাগড়ায় দিন ব্যাপী লেট্রিন উৎপাদনকারীদের কারিগরী প্রশিক্ষণ

Published: 13 Aug 2023   Sunday   

রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে রোববার লেট্রিন উৎপাদনকারীদের নিয়ে দিন ব্যাপী কারিগরী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

ইউনিসেফ এবং সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে বাংলদেশ সরকারের অংশী দারিত্বে স্যানিটেশন মার্কেটিং সিষ্টেমের স্কেলিং আপ (স্যান্ড মার্কস ২) প্রকল্পটি রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় আইডিই (ইন্টারন্যাশনাল ডিভেলপমেন্ট ইন্টার প্রাইজেস) বিএনকেএস (বলী পাড়া নারী কল্যাণ সমিতি) বাস্তবায়ন করছে।


ঘাগড়া ইউপি মিলনায়তনে কারিগরী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন ঘাগড়া ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন। সভাপতিত্ব করেন প্রকল্প সমন্বয়কারী বিমল কান্তি চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের মনিটরিং অফিসার পাই উমং চৌধুরী। 


প্রশিক্ষণ পরিচালনা করেন প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার যথাক্রমে নিউসাই মারমা, রানু আসাম এবং জন চাকমা প্রমুখ। প্রশিক্ষণে কাউখালী, কাপ্তাই উপজেলার লেট্রিন উৎপাদনকারী ১১টি এলপি সেন্টারের উদ্যোক্তারা অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণের প্রথম পর্বে  উদ্যোক্তারা আইডি-ই কর্তৃক উদ্ভাবিত উন্নত প্রযুক্তির বিভিন্ন ধরণের স্যাটো প্যান/কমোড এর সাথে পরিচিত হন এবং পরবর্তীতে দ্বিতিীয় পর্বে হাতে-কলমে উন্নত প্রযুক্তির স্যাটো প্যান দিয়ে স্লাব তৈরির বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

 
এ প্রশিক্ষণের উদ্দেশ্য ছিলো ল্যাট্রিন উ‌ৎপাদনকারীদের নতুন উন্নত প্রযুক্তির স্যানিটারি আইটেমের সাথে পরিচিত করানো এবং একই সাথে এগুলো উৎপাদনের উৎসাহ প্রদান করা যাতেকরে ন্যায্য মূল্যে স্বল্প আয়ের এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য উন্নত ও স্বাস্থ্যসম্মত সেনিটেশন এর সহজলভ্যতা নিশ্চিত করা যায়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত